এ যেন মিউজিক্যাল চেয়ার Game
দেশের সিটি কর্পোরেশনগুলোর নির্বাচিত মেয়রেরা দায়িত্ব পালন করতে পারছেন না। কারাগার আর উচ্চ আদালতেই কেটে যাচ্ছে তাদের মেয়াদকাল। কারাগারে যাচ্ছেন তারা, জামিন নিচ্ছেন আর সরকার একের পর এক তাদেরকে বরখাস্ত করছে, তারাও ফিরে আসছেন। জামিন শেষে এসে দেখেন তাদের মেয়রের চেয়ার নাই, এরপর ফি-বার উচ্চ আদালত, সেখানে থেকে মেয়রের চেয়ার ফিরে পাচ্ছেন আইনি প্রক্রিয়ায়।
এটা যেন এক মিউজিক্যাল চেয়ার, ঘুরছে ত ঘুরছেই!
২০১৩ সালের সিলেট, রাজশাহী, বরিশাল, গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের পর গত চার বছরে বরিশাল বাদে বাকি সিটি মেয়র এবং হবিগঞ্জ পৌরসভার মেয়রকে মোট ১২ বার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের চিঠিটি নিশ্চিতভাবেই আইনি দোহাইয়ে পরিপূর্ণ, যেকোনো ফৌজদারি মামলায় অভিযোগপত্র দেওয়া সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ আইনের দোহাই দিয়ে একের পর এক বরখাস্ত হয়ে চলেছেন নির্বাচিত মেয়রেরা। এবং এরপর ওই আইনি প্রক্রিয়াতেই তারা ফিরে এসেছেন, বসেছেন মেয়রের চেয়ারে। কিন্তু তাদের এ বসাটাও নির্বিঘ্ন হচ্ছে না, নতুন কোন বরখাস্তের খড়গ ঝুলছে মাথায়; কারণ তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে, হচ্ছে, অভিযোগপত্র দেওয়া হচ্ছে আর মন্ত্রণালয়ের বরখাস্তের চিঠি আসছে।